স্টাফ করেসপনডেন্ট, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জে জুলাই-আগস্ট অভ্যুত্থানে সজল হত্যা মামলায় সাবেক এমপি ফয়সাল বিপ্লবের জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টায় তাকে মুন্সিগঞ্জ আদালতে আনা হয়। এ সময় পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মুন্সিগঞ্জের ১ নম্বর আমলী আদালতের বিচারক আশিকুর রহমান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ ও অ্যাডভোকেট হাসান মৃধা। আর রাষ্ট্রপক্ষে কোর্ট ইন্সপেক্টর ছাড়াও পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম ও এপিপি নুর হোসেন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। প্রায় ২০ মিনিট রিমান্ড শুনানি হয়। এ সময় বিশৃঙ্খলা এড়াতে আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী ও পুলিশকে কঠোর অবস্থানে থাকতে দেখা যায়।
অপরদিকে, বিপ্লবের সর্বোচ্চ বিচারে দাবিতে আদালত এলাকায় বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করা হয়। এতে অংশ নেয় ছাত্রদল-যুবদলসহ বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। এ সময়, মুন্সীগঞ্জে গত বছরের ৪ আগস্টের সহিংসতার জন্য তাকে দায়ী করেন বিক্ষোভকারীরা।
প্রসঙ্গত, গত ২২ জুন রাতে রাজধানীর মনিপুরী পাড়া থেকে গ্রেফতার হন মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এই সংসদ সদস্য। পরে ২৩ জুন ঢাকার আদালতে তোলা হয় তাকে। পরবর্তীতে, গত সোমবার (৩০ জুন) বিপ্লবকে মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়।
উল্লেখ্য, মুন্সীগঞ্জে গত বছরের ৪ আগস্টের সহিংসতায় তিন জন নিহত হন। এই তিনটি হত্যামামলা ও আরও দুইটি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাবেক এমপি ফয়সাল বিপ্লব।
/এএইচএম