পাবনা করেসপনডেন্ট:
পাবনায় যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
আজ বুধবার (২ জুলাই) দুপুরে শহরের মহিষের ডিপু এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো ঘুরে শহীদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানেই অনুষ্ঠিত হয় একটি প্রতিবাদ সভা।
এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, সদর উপজেলা ছাত্রদলে সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, বাহার, নাদিম হাইদার, সাকিবুল হক সাকিব, যুবদল নেতা বাপ্পিসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বিগত তিন বছর যাবত দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দিয়ে জেলা যুবদল পরিচালিত হয়েছে। সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠন না করে তিন বছর পরে একটি মহল পুনরায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করেছে। সেই কমিটিতে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একতরফা কমিটি করা হয়েছে।
এ সময়, দ্রুত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের পদ দেয়ার আহ্বান জানান পদবঞ্চিত নেতাকর্মীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
/এএইচএম