রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগর যুবলীগের এক নেতা অবস্থান করছে এমন খবরে একটি বহুতল ভবন ঘিরে রাখে বিএনপি নেতাকর্মীরা। পরে খবর পেয়ে ভবনটিতে তল্লাশির প্রস্তুতি নিচ্ছিলো পুলিশ। সে সময় ওইখানে থাকা এক যুবদল নেতাকে ফোন করে যুবলীগ নেতার পরিচয়ে বলেন, ‘আমি আপনাদের থেকে বহু দূরে আছি, আমার জন্য অযথা মানুষকে হয়রানি করবেন না’।
বুধবার (২ জুলাই) দুপুরে রাজশাহী নগরীর ভদ্রা এলাকার সান ভিউ অ্যাপার্টমেন্ট নামক ওই বাড়িটি ঘিরে রাখেন বিএনপির নেতাকর্মীরা। সেখানেই এই ঘটনা ঘটে।
যুবলীগের ওই নেতার নাম তৌরিদ আল মাসুদ রনি। তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক। রনি রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফায়সাল সরকার ডিকোর মোবাইলে ফোন করেন।
বিএনপির নেতাকর্মীরা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রনি ওই ভবনে প্রবেশ করেছেন বলে তারা তথ্য পান। পরে ভবনটি নজরদারিতে রাখেন তারা। ওই ভবনের একটি ফ্ল্যাট যুবলীগের ওই নেতার ভাইয়ের।
ফোনালাপের বিষয়ে জেলা যুবদল নেতা ফায়সাল সরকার ডিকো বলেন, বুধবার দুপুরে নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারি যুবলীগের সাধারণ সম্পাদক রনি ওই ভবনে অবস্থান করছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়া হয়। এ সময় রনি আমাকে ফোন দেয়। তিনি ফোনে জানান, তাকে এখানে খুঁজে লাভ নেই। তিনি অনেক দূরে রয়েছেন। এ সময় বাড়ির মানুষজনকে হয়রানি না করার কথাও বলেন তিনি।
রাজশাহী চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির খোঁজে ওই ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে ধরতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
/আরএইচ