গাইবান্ধা করেসপনডেন্ট:
গাইবান্ধা সদরে ট্রেনের ধাক্কায় রাজু মিয়া (২৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) বেলা ১২টার দিকে কুপতলা ইউনিয়নের ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া উপজেলার চাপাদহ পাঁচজুম্মা গ্রামের মফিজল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, রাজু মিয়া রিকশা চালিয়ে গাইবান্ধা শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ৭৫ নম্বর রেলগেট এলাকায় একটি দোকান থেকে সিঙ্গারা কিনে রেললাইন পার হওয়ার সময় সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/এমএইচ