ফাইল ছবি
কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় হত্যা ও বিস্ফোরক আইনের ২ মামলাসহ তিন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ জুলাই) বিকালে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু।
কাইমুল হক জানান, ২০১৫ সালে চৌদ্দগ্রামে একটি বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহতের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক মামলা করে পুলিশ। মামলায় বেগম খালেদা জিয়াসহ ৭৮ জনকে চার্জশিটভুক্ত করা হয়। সে বছরই উপজেলায় কাভার্ডভ্যান পুড়িয়ে দেয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে খালেদা জিয়াসহ ৪২ জনের নামে নাশকতার মামলা করেন। এই তিন মামলায় খালেদা জিয়ার সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
তিনি আরও জানান, এ মামলা তিনটি বিগত আওয়ামী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা বিবেচনায় প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয় আবেদন করা হয়। মন্ত্রণালয় সেই আবেদন গ্রহণ করে মামলা তিনটি প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দিয়েছেন।
/এসআইএন