সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের সিংড়া থেকে নিখোঁজ কেয়া খাতুন নামে চার বছর বয়সী এক শিশুর মরদেহ পাবনার গুমানী নদীতে ভেসে উঠেছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নিখোঁজের তিনদিন পর পাবনার চাটমোহরের গুমানী নদীর কাটেঙ্গা এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে চাটমোহর থানা পুলিশ।
শিশু কেয়া খাতুন নাটোরের সিংড়া উপজেলার আগ তিরাইল গ্রামের কাউছার আলীর মেয়ে। শিশুটি গত ৫ জুলাই নানার বাড়ি সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লার আত্রাই নদীর পাশের সহপাঠীদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে শিশুটির মা আঁখি খাতুন থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, গত ৫ জুলাই শিশু কেয়া খাতুন বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরের দিন তার মা আঁখি খাতুন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার তিনদিন পর পাবনার চাটমোহর গুমানি নদী থেকে একটি অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে শিশুটির পরিবারের লোকজন সেখানে গিয়ে পরনের পোশাক দেখে মরদেহটি শনাক্ত করে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে মরদেহটি গুমানী নদী থেকে উদ্ধার করা হয়।
পরে বিভিন্ন থানায় তথ্য পাঠিয়ে তার পরনের কাপড় দেখে সেটি সনাক্ত করা হয়েছে। শিশুটি হয়তো পানিতে পরে এখানে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
/এমএইচআর