দেশ গড়ার বার্তা নিয়ে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির ১০ম দিনে মাগুরা ও নড়াইলে পথসভা করেছে দলটি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিলো; তাদের বিচার-সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন।
বৃহস্পতিবার (১০ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উদযাপনে জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ১০ম দিনে মাগুরায় যান দলের নেতৃবৃন্দ।
পদযাত্রা শেষে জেলার আসাদুজ্জামান সড়কে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, যে কোন দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী রাজনীতি দাঁড় করাতে হবে। আগামী ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষনাপত্র দিতে সরকার ব্যর্থ হলে, আবার আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি।
যাত্রাপথে ছোট-বড় সবার সাথে কুশলাদি বিনিময় করেন, এনসিপি নেতারা। সেসময় স্লোগানে-স্লোগানে মুখরিত হয় মাগুরার বিভিন্ন এলাকা।
তাদের এই উদ্যোগে জনগণের সমর্থন রয়েছে বলেও জানান দলীয় নেতারা। বলেন, সুনামের পাশাপাশি সীমাবদ্ধতা নিয়েও কথা বলছে জনগণ। যা এতোদিন কোন রাজনৈতিক দলের সাথেই ভাগাভাগি করতে পারেনি তারা।
তাসনিম জারা বলেন, মানুষ আমাদের শুভকামনা জানাচ্ছে। তাদের এই উচ্ছ্বাস আমাদের জন্য বেশ ইতিবাচক ও অর্থবহ।
দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষ আমাদের সাদরে গ্রহণ করছে। তারা এনসিপির ভালো কাজগুলোর প্রশংসা যেমন করছে, তেমনি আমাদের সীমাবদ্ধতাগুলোকেও তারা ধরিয়ে দিচ্ছে।
শুক্রবার ১১তম দিনে দলটি পদযাত্রা করবে যশোর ও সাতক্ষীরা এলাকায়।
/এমএইচআর