পাবনা করেসপনডেন্ট:
পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে বালু মহালের আধিপত্য বিস্তার ও চাঁদার দাবিতে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এতে এক কৃষক গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্পিডবোটযোগে নাটোরের লালপুর এলাকার আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর সদস্যরা স্থানীয় যুবদলের আহ্বায়াক টনি বিশ্বাসের বালু বোঝাই নৌকা থেকে চাঁদা দাবি করে। একপর্যায়ে ঘাটে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে কৃষক সোহান হোসেন (২৮) গুলিবিদ্ধ হন। আহত সোহান ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরীপাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ সোহান হোসেন বলেন, মাঠে গরুর জন্য ঘাস কাটছিলাম। হঠাৎ স্পিডবোট আর নৌকা নিয়ে এসে গুলি ছুড়তে থাকে। একটু ওপরে উঠে দেখতে গিয়েই হাতে গুলিটা লাগে। সাথে সাথেই পড়ে যাই। পরে লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তবে এ ঘটনার পর সাড়াঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন বলেন, গুলিবর্ষণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে যায়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বালু মহালের ইজারাদার টনি বিশ্বাস দাবি করেন, তিনি ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান সরকারি অনুমোদন নিয়ে বালু উত্তোলন করছেন। অপরপক্ষে কাকনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগেও গত ২২ মে ফিল্মি কায়দায় স্পিডবোট ও নৌকা নিয়ে এসে ওই বাহিনী গুলি ছুড়েছিল। সেই ঘটনায় ৬ জন আহত হয়েছিলেন।
/এসআইএন