মির্জা ফয়সল আমিন ও তার গাড়ি।
ঠাকুরগাঁও করেসপনডেন্ট:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ভাই ও দলটির ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন হামলার শিকার হয়েছেন। তাকে বহনকারী গাড়িও ভাঙচুর করেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বালিয়ডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের ফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে এসে ফয়সল আমিন এই হামলার শিকার হন। উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সম্মেলনের ফল ঘোষণাকে কেন্দ্র করে চলা উত্তেজনায় ফলাফল ঘোষণার সাহস পাচ্ছিলেন না ভোট গ্রহণের দায়িত্বে থাকা নেতারা। পরে অনুরোধের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও থেকে রাত ৮টায় ভোটকেন্দ্রে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। তিনি ফল ঘোষণা করে ফেরার সময় তার ওপর চেয়ার ছুড়ে মারেন দলের কিছু নেতাকর্মী। এ সময় তার প্রাইভেট কারের সামনের ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
হামলা ঠেকাতে গিয়ে উজ্জল নামের বিএনপির এক কর্মী আহতও হয়েছেন হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এই সম্মেলনে সৈয়দ আলমকে সভাপতি, ড. টি এম মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক এবং অয়ন চৌধুরী সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
/এমএন