চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবনের ৯তলা থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে নগরীর কোতোয়ালি থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এমএইচ গ্রুপের ‘ডি ডেভেলপমেন্ট’ নামে একটি প্রতিষ্ঠান ভবনটির নির্মাণকাজ করছিল। নিহত শ্রমিকদের স্বজনদের অভিযোগ—এক সপ্তাহ ধরে কাজ করলেও শ্রমিকদের কোনো বেতন বা পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়নি। এই কারণে শ্রমিকরা কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু পরে জোরপূর্বক তাদের দিয়ে কাজ করানো হয় বলে অভিযোগ করেন তারা।
তবে ঘটনার পর থেকে ভবন মালিক ও ঠিকাদার পলাতক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা।
/এসআইএন