সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লাম ইসলাম অপু (১৬) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের বড় হরিশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত লাম একই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। সে স্থানীয় শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, স্কুলছাত্র লাম মোটরসাইকেলে করে তার চার বছর বয়সী ভাগ্নিকে নিয়ে বড় হরিশপুর বাইপাস মোড়ের দিকে যাচ্ছিল। পথে একতা ক্লিনিকের মোড়ে মূল সড়কে উঠতেই মাদ্রাসা মোড় থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শিশুটি ছিটকে পড়ে গিয়ে আহত হয়। তবে লাম ট্রাকের চাকায় পিষ্ট হয়। এই অবস্থায় ট্রাকটি তাকে কয়েক শ’ গজ সামনে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
আহত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
/এসআইএন