ফরিদপুর প্রতিনিধি:
ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার করিমপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুই বাসের আরও ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, লোকাল বাসের যাত্রী শহরের উত্তর টেপাখোলা এলাকার আবুল কাশেম মোল্যার ছেলে আব্দুল মান্নান মোল্যা, লোকাল বাসের চালক আজিজুল হক। নিহত আরেক নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেসের একটি বাসকে ফরিদপুর থেকে ছেড়ে যাওয়া মাগুরামুখী লোকাল বাস ‘রিক এন্টারপ্রাইজ’ দ্রুতগতিতে গিয়ে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
তিনি জানান এ দুর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। দুই বাসের অন্তত ৮-১০ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও দ্রুত উদ্যোগ নিয়ে তার স্বাভাবিক করা হয়।
/এটিএম