সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আবির হোসেন (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের বড় হরিশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে রেদওয়ান হোসেন মিম (১৭) ও মোহাম্মদ আলী (৬৫) নামে আরও দুইজন।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সন্ধ্যায় আবির হোসেন ও মোহাম্মদ আলী মোটরসাইকেল যোগে শহরতলীর দত্তপাড়া থেকে শহরের দিকে আসছিলেন। একই সময় নাটোর শহর থেকে দুই কিশোর রেদওয়ান এবং সাকলাইন বড়াইগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের সবাই মহাসড়কে পড়ে আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবির হোসেনকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দু’টি জব্দ করা হয়েছে। আহত দুজন সদর হাসপাতালে চিকিৎসাধিন আছেন। এ ব্যাপারে সড়ক আইনে মামলা দায়েরেরর প্রস্তুতি চলছে।
/এটিএম