
খুলনা ব্যুরো:
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংস্কার বাস্তবায়ন করতে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাদ দিয়ে সংস্কার হবে না।
সোমবার (২৮ জুলাই) বিকেলে খুলনার শিববাড়ী মোড়ে আয়োজিত ‘জুলাই সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, জনগণকে নিয়ে সংস্কার করতে হলে নির্বাচন প্রয়োজন। অন্যথায় নির্বাচন ছাড়া জনগণের অংশগ্রহণে সংস্কার কীভাবে হবে? প্রশ্ন রাখেন তিনি।
তিনি আরও বলেন, আমরা এটা স্পষ্ট করে বলতে চাই—সংস্কারের রূপরেখাসহ নির্বাচন আয়োজনের সুষ্ঠু পরিবেশ চাই, নির্বাচনের তারিখও চাই।
এর আগে খালিশপুরে বন্ধ ২৬টি পাটকল, নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিলসহ খুলনার সব শিল্পকারখানা চালু করার দাবিতে আয়োজিত পদযাত্রায় অংশ নেন তিনি।
/এসআইএন

















