বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের অন্যত্র বদলি করা হয়।
বেনাপোল বন্দরের আনসার কমান্ডার জানান, ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ২৮ জুলাই বন্দরের বিভিন্ন গেট দিয়ে ট্রাক প্রবেশের সময় বখশিশের নামে চাঁদা আদায়ের ঘটনা নিয়ে যমুনা টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচারিত হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
বর্তমানে বন্দরের আমদানি-রফতানি পণ্যের নিরাপত্তা এবং ট্রাকের গেটপাশ পরীক্ষা-নিরীক্ষায় নিয়োজিত আছেন ১৬৩ জন আনসার সদস্য এবং বেসরকারি নিরাপত্তা সংস্থা ‘পিমা’র ১২৯ জন সদস্য। প্রথম ধাপে ৪০ জনকে বদলি করা হলেও, পর্যায়ক্রমে অন্যদেরও বদলি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
/এসআইএন