
গাইবান্ধা করেসপনডেন্ট:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাতে ও পায়ে শিকল বাঁধা অবস্থায় পায়েল মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার বেতগাড়া রাঙ্গার মোড় এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পায়েল মিয়া ওই এলাকার আত্তাব আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়ির শয়ন কক্ষে পায়েলের মরদেহ প্রথমে তার পরিবার দেখতে পায়। পরে তারা থানায় খবর দিকে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ।
নিহতের পরিবার জানায়, পায়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। এজন্যই তাকে নিয়ন্ত্রণে রাখতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল।
পুলিশ জানায়, মৃতদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে হাতে-পায়ে শিকল বাঁধা অবস্থায় কিভাবে একজন ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, পায়েলের পরিবার এটিকে আত্মহত্যা বলে দাবি করছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
/আরএইচ

















