Swadhin News Logo
সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নাটোরে ভুয়া এনএসআই সদস্য আটক

প্রতিবেদক
Nirob
আগস্ট ৪, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ণ
নাটোরে ভুয়া এনএসআই সদস্য আটক

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুরের খাদ্য গুদাম কর্মকর্তার থেকে ৫ লাখ টাকা চাঁদা নেয়ার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম নাজমুল হাসান। তার বিরুদ্ধে দুদকের তদন্তের ভুয়া চিঠি তৈরির অভিযোগ ছিল।

রোববার (৩ আগস্ট) রাতে উপজেলার পৌর মডেল মসজিদের সামনে থেকে সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন জানান, গত চার-পাঁচদিন আগে আটক নাজমুল নিজেকে এনএসআই ফিল্ড অফিসার পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার মোবাইলে দুদকের ভুয়া চিঠি পাঠায়। পরে ফোন করে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেবেন বলে ভয়ভীতি দেখান। সেই সাথে ৫ লাখ টাকা দাবি করেন।

বিষয়টি জেলা প্রশাসকসহ এনএসআই কর্মকর্তাদের জানালে, ভুয়া ব্যক্তিকে ধরতে ফাঁদ পাতে এসএসআই সদস্যরা।

রোববার রাতে ৫ লাখ টাকা নিয়ে স্থানীয় এনএসআইয়ের কর্মকর্তাদের সাথে নিয়ে গুরুদাসপুর যান খাদ্য নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তা। এর পর প্রতারক নাজমুল গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে টাকা নিতে আসলে সোনাবাহিনীর সহায়তায় তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউক হক জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এমইএচআর

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত