
জয়পুরহাটের আক্কেলপুরে বস্তাবন্দি একটি দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে উপজেলার কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গতকাল রাতে স্থানীয় বিকাশ দেবনাথ তার কলাবাগানের পুকুরে মাছের খাবার দিতে যান। সেখানে একটি মরদেহে আগুন দেখে আশপাশের লোকজনকে ডাকেন। পরে তারা আগুন নিভিয়ে পুলিশকে খবর দেন। তবে এরই মধ্যে মরদেহের মাথা ও শরীরের কিছু অংশ পুড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়নি। পুলিশের ধারণা হত্যার পর ওই ব্যক্তির মরদেহ বস্তায় ভরে আগুন দিয়েছে হত্যাকারীরা।
/এএইচএম

















