Swadhin News Logo
শুক্রবার , ৮ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সড়কে সন্তান প্রসব, সহায়তা করলেন ট্রাফিক পুলিশ

প্রতিবেদক
Nirob
আগস্ট ৮, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
সড়কে সন্তান প্রসব, সহায়তা করলেন ট্রাফিক পুলিশ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে সড়কে সন্তান জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে দেওয়ানহাট মোড়ে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মানসিক ভারসাম্যহীন এক নারী প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। এসময় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে বিষয়টি জানালে তারা অন্য এক নারীর সহায়তা নিয়ে সড়কেই সন্তান প্রসবের ব্যবস্থা করেন।

সিএমপির ট্রাফিক সার্জেন্ট জাহিদুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে দেওয়ানহাট ট্রাফিক পুলিশ বক্সের বিপরীতে রাস্তার উপর মানসিক ভারসাম্যহীন এক নারীকে প্রসব বেদনায় কাতরাতে দেখেন কনস্টেবল মহিউদ্দিন। পরে পথচারী এক মহিলার সহায়তায় সড়কেই ওই মা ছেলে সন্তানের জন্ম দেন। পরবর্তীতে একটি অ্যাম্বুলেন্সে করে তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে সন্তান প্রসবের কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই তা ভাইরাল হয়। কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের প্রসংশায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

/এএস

সর্বশেষ - আন্তর্জাতিক