স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:
মাদারীপুরে প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার করেছে মাদারীপুর পুলিশ। রোববার (১০ আগস্ট) বিকেলে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করে মাদারীপুর পুলিশ।
আটককৃত হামিদুল হাওলাদার (৩২) পটুয়াখালী সদর উপজেলার উত্তর হাজীখালী গ্রামের মৃত আওয়াল হাওলাদারের ছেলে ও রাজিব কাজী (২৮) একই উপজেলার নন্দীপাড়া গ্রামের জসীম কাজী ছেলে।
প্রেস ব্রিফিংয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, শনিবার (৯ আগস্ট) পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চক্রটির মূল হোতা হামিদুল ও নন্দীপাড়া থেকে তার সহযোগী রাজিব কাজীকে গ্রেফতার করা হয়। সেইসাথে উদ্ধার করা হয় একটি প্রাইভেট কার। এ সময় আসামিদের ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্টের টাকাও ফ্রিজ করা হয়। সেইসাথে জব্দ করা হয় অপরাধে ব্যবহৃত কিছু দেশীয় অস্ত্র।
তিনি আরও জানান, আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্যরা পটুয়াখালী থেকে ময়মনসিংহ এবং ঢাকা থেকে কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করত। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা, অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
/এএইচএম