
রাজবাড়ী করেসপনডেন্ট:
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, পাংশা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় খন্দকার সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, খন্দকার সাইফুল ইসলামকে আ. লীগ সরকারের প্রভাবশালী নেতা এবং সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের আস্থাভাজন হিসেবে জানতেন সবাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
/এমএইচআর

















