
সুনামগঞ্জ করেসপনডেন্ট:
টাঙ্গুয়ার হাওরে মা বাবা সঙ্গে ঘুরতে গিয়ে মাসুম নামে ৫ বছরের এক শিশু পর্যটকবাহী নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে মাসুম নৌকা থেকে পড়ে যায়। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা।
মাসুমের বাবা কবির আহমেদ সিলেট থেকে সপরিবারে গিয়েছিলেন হাওরে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বেলা ১২টার দিকে খবর পাই হাওরে ঘুরতে এসে এক শিশু পর্যটক নৌকা থেকে পানিতে ডুবে গেছে। তারা সিলেট থেকে পরিবার নিয়ে এসেছিলেন। এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাহিরপুর স্টেশন অফিসার মো ফরিদ হোসেন বলেন, আমরা খবর পাওয়ার পর পর ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে আসি। পানির নিচে আমাদের ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
/এটিএম

















