
জামালপুর করেসপনডেন্ট:
জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাতী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ।
এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জামালপুর সদর উপজেলার শাহাপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম রাজু, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডিগ্রীরচর (ফারাজীপাড়া) গ্রামের মো. শহিদুল্লাহ (৫২), মেলান্দহ উপজেলার ১১নং শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাজাইকাটা গ্রামের মো. বাবুল হোসেন (৪৮), দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর ভবসুর ডাকরাপাড়া গ্রামের মো. তারা মিয়া ধলু (৫৫), দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ গামারিয়া গ্রামের মো. সানোয়ার হোসেন সানু (২৭) ও বকশীগঞ্জ উপজেলার ৪নং সাধুরপাড়া ইউনিয়ন তাতী লীগের সভাপতি ও সাধুরপাড়া এলাকার মৃত হাজী মোজাহার আলীর ছেলে মো. বিশাত আলী (৫০)।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন উপজেলায় দায়ের হওয়া নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ বলেন, জেলার সদর, মেলান্দহ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা থেকে নাশকতা এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/এএস
















