খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) রাতের দিকে রূপসা উপজেলার কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংক ম্যানেজার জানান, এক নিরাপত্তাকর্মী প্রথমে কলাপসিবল গেটের তালা কাটা দেখতে পান। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্বৃত্তরা ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট করেছে বলে দাবি করেন ম্যানেজার।
এদিকে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে আটক ৩ নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ চলছে।
/এসআইএন