Swadhin News Logo
শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নোয়াখালীতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল, কারাগারে ৪

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৬, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
নোয়াখালীতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল, কারাগারে ৪

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালীর কবিরহাটে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ-মাহফিলের আয়োজন করায় দুই যুবলীগ নেতাসহ ইমান ও মুয়াজ্জিনকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরের দিকে নোয়াখালী ৯ নং আমলি আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামিরা হলেন, উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের মাওলানা সাব্বির আহমেদের ছেলে মেহদেী হাসান সুমন (৪০) একই গ্রামের কারী ওবায়দুল হকের ছেলে মো.আব্দুল করিম (৫২) বাহার উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (২০) ও ছদিক মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩২)।

এর আগে, গতকাল শুক্রবার ১৫ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম স্বপন মোল্লার বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ-মাহফিলের আয়োজন করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। পার্শ্ববর্তী সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম মুয়াজ্জিন ওই মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। এরপর দলীয় নেতাকর্মীরা  মিলাদ ও দোয়া মাহফিলের একটি ভিডিও ফেসবুকে শেয়ার দেয়। এমন ভিডিও স্থানীয় প্রশাসনের নজরে এলে তারা অভিযানে নামে। পরবর্তীতে একই দিন রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ইমাম-মুয়াজ্জিন এবং দুই যুবলীগ নেতাসহ ৪ জনকে আটক করে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মসূচির প্রতিবাদে রাতেই উপজেলার চাপরাশির হাট বাজারে যুবদল ও জামায়াতের যুব বিভাগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, এ ঘটনায় সন্ত্রাস বিরোধী দমন আইনে ২৯ জনের নাম উল্লেখ করে মামলা নেয়া হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয় ৪০-৪৫ জনকে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। পরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত