Swadhin News Logo
রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

লালমনিরহাট সীমান্ত দিয়ে ২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৭, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
লালমনিরহাট সীমান্ত দিয়ে ২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

ফাইল ছবি।

লালমনিরহাট করেসপনডেন্ট:

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী— বিএসএফ। তারা প্রায় এক বছর আগে অবৈধভাবে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গুজরাট এলাকায় ভিক্ষাবৃত্তিতে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

শনিবার (১৬ আগস্ট) ভোররাতে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার পঁয়ষট্টিবাড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪৫-এস এলাকায় ভারতের ৯৮ বিএসএফ-এর বিএসবাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের ফেরত পাঠায়।

এদের মধ্যে একজন নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা রানু মোল্লা এবং অন্যজন সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক।

৬১ বিজিবির পঁয়ষট্টিবাড়ি বিওপির ক্যাম্পের কমান্ডার আলিম উদ্দিন বলেন, ভোরে তাদেরকে আটক করে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জানান, আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এমএইচআর

সর্বশেষ - আন্তর্জাতিক