
ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় কক্সবাজার বিমানবন্দরে এক যাত্রীসহ দুজনকে আটক করেছে কর্তৃপক্ষ। পরে পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়।
রোববার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার হোল্ড ব্যাগেজ স্ক্যানিং মেশিনে এই ইয়াবাগুলো ধরা পড়ে।
আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার বাসিন্দা জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার বাসিন্দা তানভীর আহমদ (৩০)। তাদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকুরিচ্যুত কর্মী।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, বেলা ১১টা ২৫ মিনিটের কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলার ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন জাকির হোসেন। তাকে বিমানবন্দরে বিদায় দিতে আসেন তানভীর আহমদ। ফ্লাইটে উঠতে সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে এসে হাতে থাকে স্পোর্টস ব্যাগটি হোল্ড ব্যাগেজ স্ক্র্যানিং মেশিনে দেন। পরে ব্যাগ তল্লাশি করে দু’টি ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা পাঁচ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
/এএস

















