
তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুতের প্রায় ১২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের সাথে রাজশাহীর রেল চলাচল।
সোমবার (১৮ আগস্ট) ভোরে রিলিফ ট্রেন লাইনচ্যুত ওয়াগনগুলো উদ্ধারের পর আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
আমানুরা স্টেশন মাস্টার জানান, ট্রেনটি খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়া প্নান্টে যাচ্ছিল। এসময়, হঠাৎ পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে মোট ৩টি ট্রেন আটকা পড়ে। বন্ধ হয়ে যায় রহনপুরের সাথে রাজশাহীর ট্রেন চলাচল।
খবর পেয়ে রাতেই পৌঁছায় রিলিফ ট্রেন। রাতভর উদ্ধার কাজ চালানোর পর স্বাভাবিক হয় চলাচল।
/এটিএম

















