Swadhin News Logo
শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সীমান্তে সৈন্য লক্ষ্য করে দ.কোরিয়ার গুলিবর্ষণ, অভিযোগ পিয়ংইয়ংয়ের

প্রতিবেদক
Nirob
আগস্ট ২৩, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
সীমান্তে সৈন্য লক্ষ্য করে দ.কোরিয়ার গুলিবর্ষণ, অভিযোগ পিয়ংইয়ংয়ের

সীমান্তে সৈন্য লক্ষ্য করে দ.কোরিয়ার গুলিবর্ষণ, অভিযোগ পিয়ংইয়ংয়ের

উত্তর কোরিয়ার সেনাদের লক্ষ্য করে সীমান্তে সতর্কতামূলক গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া বলে অভিযোগ করেছে পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই গুলিবর্ষণকে ‘উদ্দেশ্যমূলক উসকানি’ হিসেবে উল্লেখ করেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিউং স্থানীয় সময় শনিবার (২৩ আগস্ট) টোকিও ও ওয়াশিংটন ভ্রমণের উদ্দেশ্যে সিওল ত্যাগ করেন।

সম্প্রতি, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন লি জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ক জটিলতা ঠিক করার আগ্রহ নেই।

দেশ দু’টি সীমান্তে একটি ‘নো-ম্যান্স ল্যান্ড’ নামে পরিচিত ডিমিলিটারাইজড জোন রয়েছে। মূলত সেই জায়গায় অনুপ্রবেশের ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে প্রায়ই উত্তেজনা বাড়ে।

দক্ষিণ কোরিয়ার এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত অঞ্চলে কাজ করা কিছু উত্তর কোরিয়ার সৈন্য সামরিক সীমারেখা অতিক্রম করেছিল। সেজন্যই গুলি ছোড়া রয়েছে।

তবে, উত্তর কোরিয়ার লেফটেন্যান্ট জেনারেল কো জং চল রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছেন, সিওল সেনাবাহিনী তাদের সৈন্যদের দিকে মেশিনগান দিয়ে ১০টির বেশি সতর্কতামূলক গুলি চালিয়েছে।

উল্লেখ্য, দুই কোরিয়া ১৯৫৩ সালে কোরিয়ান যুদ্ধে বিভক্ত হয়েছে। তারা কোনো শান্তি চুক্তি স্বাক্ষর করেনি এবং সেজন্যই কার্যত এখনও যুদ্ধাবস্থায় রয়েছে দেশ দু’টি।

সূত্র: বিবিসি নিউজ।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত