
সৌদি আরবের মদিনায় মাদক বিক্রির অভিযোগে একজন সৌদি নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাধারণ অধিদফতর তার কাছ থেকে হাশিশ (গাঁজা গাছের রেজিন থেকে তৈরি) এবং ১,৪২৬টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, আসির অঞ্চলের আল-ফারশাহ এলাকায় সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে দুই ইথিওপীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তারা ১৬ কেজি মাদকদ্রব্য পাচারের চেষ্টা করছিল।
সৌদি আরব সব ধরণের অপরাধ দমনে কড়া অবস্থানে রয়েছে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে অভিযান পরিচালনা করছে।
নিরাপত্তা বাহিনী দেশটির নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, কেউ মাদক পাচার বা বিক্রির বিষয়ে তথ্য পেলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং বাকি অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করতে। এছাড়া, সরাসরি ৯৯৫ নম্বরে ফোন বা ইমেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।
সূত্র: আরব নিউজ।
/এআই

















