দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এই সফর তার জন্য বেশ গুরুত্বপূর্ণ।
টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা-র সঙ্গে একদিনের বৈঠকের পর লি স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) ওয়াশিংটন ডিসি পৌঁছান। সেখানে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন তিনি।
এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে যখন জুলাই মাসে একটি অপ্রকাশিত বাণিজ্য চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার ওপর তার পাল্টা শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামাতে সম্মত হয়।
এই বৈঠকটি দক্ষিণ কোরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সামরিক আইন জারির ঘোষণার পর দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার কারণে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিঘ্নিত হয়েছিল।
বৈঠকে মূল আলোচনা হবে জুলাই মাসের সেই মৌখিক চুক্তিকে কেন্দ্র করে, যার আওতায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র থেকে ১০০ বিলিয়ন ডলারের জ্বালানি কেনার এবং ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে।
এই বিপুল বিনিয়োগ ছাড়াও দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সরাসরি বিনিয়োগ নিয়েও আলোচনা হবে—যা ট্রাম্প ইতিমধ্যেই উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট লি একটি বিশাল প্রতিনিধি দল নিয়ে এসেছেন, যেখানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার চারটি প্রধান শিল্পগোষ্ঠীর প্রধানরা: স্যামসাং ইলেকট্রনিকস, এসকে গ্রুপ, হুন্দাই মোটর এবং এলজি গ্রুপ।
দক্ষিণ কোরিয়ার দৈনিক মেইল বিজনেস পত্রিকার মতে, এই চার কোম্পানি ইতোমধ্যেই ৯১.২ বিলিয়ন মার্কিন ডলার সরাসরি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করছে।
সূত্র: আল জাজিরা।
/এআই