
গাজা যুদ্ধের কারণে আগামী মাসে লন্ডনে অনুষ্ঠিতব্য বৈশ্বিক প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলের কোনো সরকারি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানো হবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্রিটিশ সরকারী মুখপাত্র বলেন, ‘গাজায় সামরিক অভিযানে ইসরায়েলি সরকারের আরও উত্তেজনা সৃষ্টির সিদ্ধান্ত ভুল। তাই আমরা নিশ্চিত করছি, ‘ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ইকুইপমেন্ট ইন্টারন্যাশনাল’ প্রদর্শনীতে কোনো ইসরায়েলি সরকারি প্রতিনিধিদল আমন্ত্রিত হবে না।’
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ পদক্ষেপকে ‘ইচ্ছাকৃত ও দুঃখজনক বৈষম্য’ বলে আখ্যা দিয়েছে এবং জানিয়েছে, তারা অংশ নিচ্ছে না এবং কোনো জাতীয় প্যাভিলিয়নও স্থাপন করবে না।
যুক্তরাজ্যের নেতারা সম্প্রতি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও প্রকাশ্যে অবস্থান নিয়েছেন, বিশেষ করে গাজা সিটি দখলের পরিকল্পনার পর থেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটিশ মুখপাত্র বলেন, ‘এই যুদ্ধ অবিলম্বে বন্ধে কূটনৈতিক সমাধান জরুরি—যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং গাজার মানুষের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি।’
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত প্রতিরক্ষা শিল্পের পেশাদার প্রদর্শনীতে রাজনৈতিক বিষয় ঢুকিয়ে দিয়েছে। তবে তারা জানিয়েছে, বেসরকারি যেসব ইসরায়েলি শিল্প প্রতিষ্ঠান অংশ নেবে তাদের পূর্ণ সমর্থন দেয়া হবে।
লিবারেল ডেমোক্র্যাটস দলের প্রতিরক্ষা মুখপাত্র হেলেন ম্যাগুয়ের বলেন, সরকার যদি মনে করে কেবল প্রতিনিধিদল না ডাকাই ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধের বিকল্প, তবে এটি বাস্তবতা এড়ানোর সমান।
সূত্র: বিবিসি নিউজ।
/এআই

















