ভারত-পাকিস্তান ‘যুদ্ধ থামিয়ে’ নোবেল পুরুস্কারের দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ জুন) নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমন দাবি জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আফ্রিকায় রক্ত বন্ধ করেছি। কঙ্গো ও রুয়ান্ডার মাঝে মধ্যস্থতা করে যুদ্ধ থামিয়েছি। আমি যুদ্ধ থামিয়েছি ভারত ও পাকিস্তানের মাঝে, সার্বিয়া ও কসোভার মাঝে, মিসর ও ইথিওপিয়া মাঝে। তবুও আমাকে নোবেল পুরস্কার দেয়া হয় না। আমি কখনোই নোবেল পাবো না।
ট্রাম্প মনে করেন যে বিশ্বজুড়ে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন দেশে রক্তপাত বন্ধ করছেন। সেজন্য তিনি নোবেল পুরস্কার পাওয়ার উপযুক্ত।
অতপর আফসোস করে তিনি বলেন, কিন্তু আমাকে কখনোই নোবেল পুরস্কার দেয়া হবে না।
উল্লেখ্য, ট্রাম্প এবারই প্রথম নোবেল পুরুস্কারের দাবি জানাননি। এর আগেও তিনি একবার এই দাবি জানিয়েছেন। এর আগেও দাবি জানিয়ে তিনি বলেছিলেন যে আমি অনেক কৃতিত্বপূর্ণ কাজ করি। কিন্তু এজন্য আমাকে কোনো স্বীকৃতি দেয়া হয় না। তবে এতে সমস্যা নেই। মানুষ সেটি জানে।
এর আগে ফেব্রুয়ারি মাসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে সাক্ষাতে গেলে ট্রাম্প বলেছিলেন, তিনি নোবেল পুরস্কার পাওয়ার উপযুক্ত। কিন্তু তাকে কখনোই এই পুরস্কার দেয়া হবে না।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড