Swadhin News Logo
সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মেহেরপুরে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ
মেহেরপুরে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর করেসপনডেন্ট:

মেহেরপুরে একটি মাদক মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন সাজা ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১ টার সময় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এস এম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, টিপু সুলতান, স্বপন আলী, আবেদ আলী, জুয়েল রানা। তারা সকলে গাংনী উপজেলার করমদী গ্রামে বাসিন্দা। এছাড়া দণ্ডপ্রাপ্ত রাজিব সর্দার রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা। এদের মধ্যে রাজিব সর্দার ও জুয়েল রানা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ভোররাতের দিকে গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি চালায় পুলিশ । এসময় ট্রাক থেকে ৪৬০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিলসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে জুয়েল রানা পালিয়ে যায়। পরে গাংনী থানার এসআই আলী রেজা বাদী হয়ে ৫ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন আদালতে। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড প্রদান করেন।

আসামি পক্ষের কৌশলী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজম খোকন ও রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এ এস এম সাইদুর রাজ্জাক সাদ্দাম।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক