ইরানের ইসফাহানে একটি পারমাণবিক কেন্দ্রে ইসরাইল হামলা চালিয়েছে বলে জাতিসঙ্ঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইসরাইল একটি সেন্ট্রিফিউজ কারখানায় হামলা চালিয়েছে, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ব্যবহৃত মেশিন তৈরি করা হয়।
‘আমরা এই স্থাপনাটি ভালো করেই জানি। এখানে কোনো পারমাণবিক উপাদান না থাকায় কোনো তেজস্ক্রিয় প্রভাবের শঙ্কা নেই,’ গ্রোসি বলেছেন।