চীনের তিয়ানানমেন স্কোয়ারে অনুষ্ঠিত এক কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে উত্তর কোরিয়ান নেতা কিম জং উনের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড অ্যাকাউন্টে জানানো হয় এ তথ্য।
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমি কাকতালীয়ভাবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করেছি, যিনি তিয়ানানমেন স্কোয়ারের কুচকাওয়াজ দেখতে উপস্থিত ছিলেন। আমরা হাত মেলাই এবং কুশল বিনিময় করি।’
Secara kebetulan ketemu ketua pemerintah Korea Utara, Kim Jong Un yang turut hadir menyaksikan perarakan di Dataran Tian’anmen. Sempat salam dan tegur sapa.#MalaysiaMADANI #MADANIbekerja #RancakkanMADANI pic.twitter.com/wPjzyDq3UL
— Anwar Ibrahim (@anwaribrahim) September 3, 2025
এবারের এসসিও সম্মেলনে যোগ দেয়াসহ চার দিনের সফরে চীনে আছেন আনোয়ার ইব্রাহিম।
/এমএইচআর