
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে সশস্ত্র গোষ্ঠী বোকো হারেমের হামলায় নিহত হয়েছেন অন্তত ৭০ জন। দেশটির স্থানীয় সময় গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দারুল জামাল শহরে এ ঘটনা।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে শহরে প্রবেশ করে সন্ত্রাসীরা। স্বয়ংক্রিয় অস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি চালায় তারা। আগুন ধরিয়ে দেয় বাড়িঘরে। নিহতদের মধ্যে পাঁচ সেনাসদস্যও রয়েছে।
এঘটনায় শোক প্রকাশ করেছেন বোর্নো রাজ্যের গভর্নর। তিনি জানান, অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হবে ফরেস্ট গার্ডস নামে নবগঠিত একটি বাহিনীর সদস্যদের।
২০১৩ থেকে ১৫ সালে জঙ্গিগোষ্ঠী বোকো হারেমের বিদ্রোহের ঘটনার পর থেকে সশস্ত্র গোষ্ঠীটির তৎপরতা কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। বরং বিভিন্ন স্থানে নিয়মিত বিরতিতে হামলা চালিয়ে যাচ্ছে তারা ।
নাইজেরিয়ায় কয়েক বছর ধরে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয়শিবিরগুলো বন্ধ করে নিজেদের গ্রামে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। তবে সাম্প্রতিক এই হামলা প্রশ্নবিদ্ধ করেছে গত কয়েক বছরের সেই উদ্যোগকে।
/এমএইচ

















