গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে মরক্কোর দক্ষিণাঞ্চলের শহর ওয়ারজাজাত, আগাদির ও গুইলমিমে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেজ শহরে আয়োজিত এক মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি অপরাধের নিন্দা জানিয়ে স্লোগান দেন এবং গাজায় বোমাবর্ষণ, অগ্নিসংযোগ ও জনগণকে অনাহারে রাখার অবসান দাবি করেন।
বিক্ষোভকারীরা ব্যানার হাতে আন্তর্জাতিক নৌযান বহরের (ফ্লোটিলা) সুরক্ষা ও সমর্থন, গাজার অবরোধ প্রত্যাহার, ইসরায়েলি নেতাদের বিচারের আওতায় আনা এবং আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ক স্থাপন বন্ধের দাবি জানান।
উল্লেখ্য, মরক্কো ২০২০ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনা ‘আব্রাহাম চুক্তি’তে সই করে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানও বিভিন্ন ছাড়ের বিনিময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।
সূত্র: আল জাজিরা।
/এআই