
ইউক্রেনে রাতভর মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভে হামলার প্রধান টার্গেট হয় সরকারি ভবনগুলো। খবর, রয়টার্সের।
শনিবারের (৬ সেপ্টেম্বর) হামলায় নবজাতকসহ নিহত হয়েছে কমপক্ষে ৩ জন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন।
বোমার আঘাতে বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন। একের পর এক বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় অনেকগুলো স্থাপনায়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, ড্রোন হামলার পরপরই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসব হামলায় রাজধানীর কেন্দ্রস্থলে সরকারি ভবনে আগুন ধরে যায়।
টেলিগ্রামে দেয়া বার্তায় ক্লিচকো জানান, ড্রোন হামলায় এক শিশু ও এক তরুণী নিহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গর্ভবতী নারীসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল পর্যন্ত আগুন ও মোটা কালো ধোঁয়া দেখা যায় সেখানে। দেশটির বেশিরভাগ অঞ্চলে রাতভর সাইরেন বাজতে শোনা যায়। প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রি শহরেও হয়েছে হামলা। টার্গেট করা হয় তিনটি স্থাপনা।
রাষ্ট্রীয় জরুরি বিভাগ জানায়, ওই এলাকায় ড্রোন হামলায় চারতলা আবাসিক ভবনের দুইতলায় আগুন ধরে যায় এবং ভবনটি আংশিক ধসে পড়ে।
এদিকে, রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। ৬৯টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে মস্কো।
/এমএইচআর

















