রাজনৈতিক অস্থিরতার জেরে পর্যটন খাতে প্রায় আড়াই হাজার কোটি রুপির লোকসানে পড়েছে নেপাল। তবে এই খাতে ছন্দ ফেরাতে নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। দিয়েছে- ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে ভিসা নবায়নের ঘোষণা। দেশটির সাধারণ জনগণই সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে বিদেশি পর্যটকদের দিচ্ছে নিরাপত্তার নিশ্চয়তা।
পর্যটন মৌসুম শুরুর ঠিক আগে আন্দোলনের জেরে প্রায় ২৫ বিলিয়ন বা ২৫০০ কোটি রুপি ক্ষতির মুখে পড়েছে নেপাল। হোটেল ভাঙচুর, বিমানবন্দর বন্ধ, রাজনৈতিক উত্তেজনার কারণে বাতিল হয় লাখ লাখ বুকিং। পোখরা, ভৈরহওয়া, বিরাটনগর ও ধনগাড়ির মত প্রধান প্রধান পর্যটনকেন্দ্রে পড়েছে মারাত্মক বিরূপ প্রভাব।
তবে সরকার পতন ও নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। নেপালের নাগরিকরাই সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করছেন বিদেশি পর্যটকদের।
পর্যটনখাত পুনরুদ্ধারে নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির প্রশাসনও। অস্থিরতার সময় অর্থাৎ ৮ সেপ্টেম্বর ও এর পরে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে, সেগুলো বিনামূল্যে নবায়নের ঘোষণা দিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড।
নেপালের বাণিজ্যখাতও ফিরতে শুরু করেছে নিজস্ব ছন্দে। শুক্রবার থেকে পুনরায় পণ্য সরবরাহ শুরু হয় ভারত-নেপাল সীমান্তে। বিক্ষোভের সময় পণ্যবোঝাই শত শত ট্রাক আটকে ছিল সীমান্তে, যার ফলে বড় অঙ্কের লোকসান গুনতে হয় দুই দেশের ব্যবসায়ীদের ।
/এআই