ভোটার তালিকায় কারচুপির অভিযোগকে কেন্দ্র করে আবারও তোলপাড় ভারতের রাজনীতি। দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধির অভিযোগ— বেছে বেছে কংগ্রেস, দলিত এবং আদিবাসী ভোটারদের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। বিভিন্ন সংস্থা এবং কল সেন্টারের সহায়তায় এ কাজ করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই কংগ্রেস নেতা। অভিযোগের প্রেক্ষাপটে পাল্টা বক্তব্যও দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মূলত, ভোটার তালিকায় কারচুপি এবং নির্বাচন কমিশনের বিজেপির পক্ষে অবস্থান নেয়ার অভিযোগে গেল মাসে ভোটার অধিকার যাত্রা কর্মসূচির ডাক দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ওই কর্মসূচি যোগ দেয় আরজেডি, ডিএমকেসহ বিভিন্ন রাজনৈতিক দল।
এবার, ভারতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাহুল। তার দাবি, নির্বাচন কমিশনের সহায়তায় কংগ্রেস, দলিত এবং আদিবাসী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তা, একাধিক সংস্থা ও কল সেন্টার জড়িত।
রাহুল গান্ধি বলেন, পরিকল্পিতভাবে ভোটার তালিকার পরিবর্তন করা হয়েছে। নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে আসল ভোটারদের নাম বাদ দেয়া হয়েছে। যেসব কেন্দ্রে কংগ্রেস শক্তিশালী, বেছে বেছে সেসব কেন্দ্রকেই টার্গেট করা হয়েছে। সিআইডি ভোটারদের নাম বাদ দেওয়া বিষয়ে তথ্য জানতে চেয়ে ইসিকে ১৮ বার চিঠি লিখেছে। অথচ একটি চিঠিরও জবাব ইসি দেয়নি।
রাহুলের এমন মন্তব্যের পরই শুরু হয়েছে তোলপাড়। কংগ্রেস নেতার কঠোর সমালোচনায় নেমেছেন বিজেপি নেতারা। এমনকি রাহুল গান্ধিকে রীতিমতো উপহাস করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, রাহুল বিহারে যাত্রা কর্মসূচি করেছেন। তার লক্ষ্য ছিলো এই রাজ্যে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের স্বার্থ রক্ষা করা। এই অবৈধরাই রাজ্যের স্থানীয়দের চাকরি-ব্যবসায়সহ বিভিন্ন সুবিধায় ভাগ বসাচ্ছেন।
এর আগে, বিহারের ভোটার তালিকা থেকে ৬৫ লাখ মানুষকে বাদ দেয়ার অভিযোগ তোলে বিরোধী দল।
/এমএইচআর