ইসরায়েলের ইলাত শহরের একটি হোটেলের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ড্রোনটি হোটেলের প্রবেশদ্বারে এসে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা। খবর, টাইমস অব ইসরায়েলের।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, এই হামলার পেছনে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইলাত শহরটি ইসরায়েলের সর্বদক্ষিণে অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পূর্ব দিক থেকে ছোড়া একটি ড্রোন ইলাতে আঘাত হানে এবং ওই দিক থেকে সাধারণত হামলা চালিয়ে থাকে ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুতি বিদ্রোহীরা।
Eyewitnesses report a drone impact in Eilat. https://t.co/aURJJoma23 pic.twitter.com/5SHLNWpP5N
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) September 18, 2025
হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার না করলেও এর প্রশংসা করেছে হুতি বিদ্রোহীরা। হুতি সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ইসরায়েলি নাগরিকদের শেয়ার করা ড্রোন হামলার ভিডিও পোস্ট করে এবং আক্রমণটির প্রশংসা করে।
এদিকে, ফিলিস্তিনের গাজা সিটিতে দখলদার ইসরায়েলের লাগাতার বিমান ও ড্রোন হামলায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঘনবসতিপূর্ণ এই শহরে বিস্ফোরক বোঝাই রোবট দিয়ে ভবন ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী। এতে হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।
/এমএইচআর