Swadhin News Logo
শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আফগানিস্তানে ৮ মাস বন্দি থাকার পর কাতারের মধ্যস্থতায় মুক্তি পেলেন ব্রিটিশ দম্পতি

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
আফগানিস্তানে ৮ মাস বন্দি থাকার পর কাতারের মধ্যস্থতায় মুক্তি পেলেন ব্রিটিশ দম্পতি

আফগানিস্তানে ৮ মাস বন্দি থাকার পর কাতারের মধ্যস্থতায় মুক্তি পেলেন ব্রিটিশ দম্পতি

প্রায় আট মাস ধরে আফগানিস্তানে বন্দি থাকা ব্রিটিশ দম্পতি পিটার রেইনল্ডস (৮০) এবং তার স্ত্রী বার্বি রেইনল্ডস (৭৬) মুক্তি পেয়েছেন।

দম্পতিটি প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে বসবাস করেছেন। গত ১ ফেব্রুয়ারি দেশে ফেরার পথে তালেবান সরকার তাদের আটক করে। শুক্রবার কাতারের মধ্যস্থতার মাধ্যমে তাদের মুক্তি দেয়া হয়।

কাতারের একজন কর্মকর্তা জানিয়েছেন, মুক্তির পর তারা প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য কাতারে যাবেন এবং পরে যুক্তরাজ্যে যাত্রা করবেন।

তালেবান জানিয়েছে, দম্পতিটি আফগান আইন লঙ্ঘন করেছিলেন এবং বিচারিক প্রক্রিয়ার পর তাদের মুক্তি দেয়া হয়েছে, যদিও তাদের আটক হওয়ার সঠিক কারণ প্রকাশ করা হয়নি।

ব্রিটিশ দম্পতি জানায়, ‘এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দিয়েছে কূটনীতি, সহমর্মিতা এবং আন্তর্জাতিক সহযোগিতার শক্তি।’

পিটার ও বার্বি রেইনল্ডস ১৯৭০ সালে কাবুলে বিয়ে করেছিলেন এবং গত ১৮ বছর ধরে একটি চ্যারিটেবল প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করেছেন। তালেবান সরকার ক্ষমতা গ্রহনের পরও তারা আফগানিস্তানে থাকার সিদ্ধান্ত নেন।

পরিবার জানিয়েছে, বন্দিদশায় তাদের স্বাস্থ্য মারাত্মকভাবে নাজুক ছিল। দম্পতির ছেলে জোনাথান রেইনল্ডস জুলাইয়ে বলেছিলেন, তার বাবা জ্বরে আক্রান্ত ছিলেন এবং মা অ্যানিমিয়া ও অপুষ্টির কারণে অনুভূতি হারিয়েছিলেন।

সূত্র: বিবিসি নিউজ।

/এআই

সর্বশেষ - আন্তর্জাতিক