ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মালিকানা বিষয়ক চুক্তি নিয়ে ইতিবাচক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ফোনকলে এই ইস্যুতে কথা হয়েছে দুই নেতার। যুক্তরাষ্ট্রে মার্কিন প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাপটি পরিচালনার শর্তে রাজি হয়েছেন শি জিনপিং। যদিও বেইজিংয়ের তরফ থেকে জানানো হয়নি এমন কিছু। তাই আদৌ যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা বিক্রিতে চীন রাজি হয়েছে কী না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
আগামী ছয় সপ্তাহের মধ্যে দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সাথে সরাসরি বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। নিরাপত্তা ইস্যুর অভিযোগে, যুক্তরাষ্ট্রে চীনা অ্যাপ টিকটক বন্ধের সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। চালু রাখতে হলে, মার্কিন প্রতিষ্ঠানের কাছে অ্যাপটি বিক্রির শর্তও দেয়।
সূত্র: বিবিসি নিউজ।
/এআই