ভারতের রাজধানী নয়াদিল্লিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনরত তিন সদস্যের মাঝে ঘুষের টাকা ভাগাভাগি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার রাস্তায় দায়িত্ব পালনের সময় ঘুষ হিসেবে নেওয়া ওই অর্থ তিনজনের মাঝে ভাগাভাগি করার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ার পর তা নিয়ে দেশটিতে তোলপাড় শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দিল্লির থ্রিল লরি সার্কেলের গাজীপুরে পুলিশ চেকপোস্টের ভেতরে এক ব্যক্তির সাথে তর্ক-বিতর্ক করছেন ট্রাফিক পুলিশের এক সদস্য। কথোপকথনের এক পর্যায়ে পুলিশ সদস্য ওই ব্যক্তিকে পেছনের দিকের একটি টেবিলে টাকার বান্ডিল রাখার ইঙ্গিত দেন।
পরে ওই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর পুলিশ সদস্য টেবিলের সামনে বসেন এবং টাকা গণনা করতে শুরু করেন। ভিডিওতে একে অপরের পাশে বসা তিন পুলিশ সদস্যকে দেখা যায়। এরপর ঘুষ গ্রহণ করা প্রথম পুলিশ সদস্য তাদের তিনজনের মধ্যে টাকা ভাগ করে দেন। টাকা পেয়ে দু’জনকে হাসতে দেখা যায়।