ভারতের আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে গ্রেফতারের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে দেশটির কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের বিভিন্ন এলাকায়। ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) মামলা দায়ের হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই লেহ’সহ বিভিন্ন এলাকায় নেয়া হয় কড়া নিরাপত্তা। পুলিশের পাশাপাশি টহল দেয় আধাসামরিক বাহিনীর সদস্যরাও, চলে তল্লাশিও।
এর আগে, শুক্রবার গ্রেফতার করা হয় বহুল আলোচিত শিক্ষক ও সমাজকর্মী সোনাম ওয়াংচুককে। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে অনশন করছিলেন তিনি।
মূলত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের আদলে ভারতের লাদাখেও আন্দোলনে নেমেছে জেন-জিরা। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে চলছে এই আন্দোলন। গত বুধবার সহিংসতায় চারজন নিহত ও অন্তত ৫০ জন আহত হওয়ার ঘটনা ঘটে।
এরপর থেকেই ওয়াংচুককে দায়ী করছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দাবি, ওয়াংচুকের উসকানিমূলক বক্তব্যের কারণেই সহিংস হয়ে ওঠে আন্দোলনকারীরা।
ভারত সরকারের শাসনের বিরুদ্ধে গত তিনবছর ধরেই অসন্তোষ বাড়ছে লাদাখে। ২০১৯ সালে ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল এবং জম্মু ও কাশ্মির পুনর্গঠন বিল পাশ করা হয়। এর মাধ্যমে জম্মু ও কাশ্মির থেকে লাদাখকে আলাদা করা হয়েছিল।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মিরকে শিগগিরই রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। সেক্ষাত্রে দেরি হচ্ছে দাবি করে নতুন করে অনশন শুরু করেন সোনাম ওয়াংচুক।
/এমএইচআর