‘গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা কেবল প্রচারণার কৌশল’— এমন অভিযোগ উড়িয়ে দিলেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। সেইসাথে, প্রচারণার অংশ হিসেবে কেউ নিজের জীবন হুমকির মুখে ফেলতে পারে না বলেও জানান তিনি।
থুনবার্গ বলেন, প্রথমত প্রচারণা কিংবা জনপ্রিয়তা পাওয়ার আশায় কেউ নিজের জীবন ঝুঁকির মুখে ফেলবে বলে আমার মনে হয়না। এ সময় তিনি প্রশ্ন রাখেন, সহায়তার এইটুকু আশ্বাস তাদের কাছে প্রচারণার কৌশল বলে মনে হয় কি না।
উল্লেখ্য, গত জুন মাসে গ্রেটা থুনবার্গ ১১ জন সঙ্গীসহ ‘মেডলিন’ নামের একটি জাহাজে চড়ে সিসিলির ক্যাটানিয়া বন্দর (ইতালি) থেকে গাজার উদ্দেশে নৌযাত্রা শুরু করেন। উদ্দেশ্য ছিল অঞ্চলটিতে মানবিক সহায়তা পৌঁছে দেয়া।
পরে ৯ জুন ইসরায়েলী বাহিনী ওই জাহাজকে আন্তর্জাতিক সাগরে (গাজা উপকূলের কাছাকাছি) আটক করে এবং এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর তাদের সাথে থাকা ত্রাণের পণ্য বাজেয়াপ্ত করা হয় এবং তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হয়।
পরবর্তীতে, আগস্ট মাসে থুনবার্গ আবারও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের নৌবহরের সাথে গাজায় রওনা দেন। পথিমধ্যে একাধিকবার হামলার শিকার হয়েছেন এমন অভিযোগও করেন তারা। এর পরিপ্রেক্ষিতে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত নেয় স্পেন ও ইতালি।
এমতাবস্থায়, অনেকেই তার প্রকৃত উদ্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ শুধু লোক-দেখানো এবং নিজের প্রচারণার উদ্দেশেই এমন করছেন তিনি।
/এএইচএম