
নওগাঁয় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে দিবসটি উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে সার্কিট হাউস থেকে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সৈকত ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
সভায় বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন, সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ লোকমান হোসেন, পত্নীতলা (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, নওগাঁ (১৬ বিজিপি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)সুমন রঞ্জন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।