ইন্দোনেশিয়ার একটি মাদ্রাসা ভবনের ছাদ ধসে প্রাণ হারিয়েছে অন্তত ৩ জন। এখনো অন্তত ৩৮ জন ধসে পড়া ভবনের নিচে আটকে আছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ওই মাদ্রাসা ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর ৯১ জন নিজ উদ্যোগে বাইরে আসতে সক্ষম হয়েছেন।
উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, আটকা পড়াদের মধ্যে অনেকেই কিশোর ছাত্র। ভবন ধসের সময় নামাজে তারা অংশ নিতে জড়ো হয়েছিল। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আবদুল মুহারি বলেন, ভবনটি অনিরাপদ অবস্থায় নির্মাণকাজ চলাকালে ধসে পড়ে। তিনি বলেন, আকস্মিক ঘটনায় ভবনের নির্মাণ সামগ্রী কয়েক ডজন ছাত্র ও শ্রমিকের ওপর পড়ে।
কর্মকর্তারা আরও জানান, দুইতলা ভবনটির ভিত্তি ছিল অস্থিতিশীল এবং এর ওপর আরও দুটি তলা নির্মাণের অতিরিক্ত ভার বহন করতে পারেনি।
/এআই