ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসন রুখতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত।
টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, ‘এই মুহূর্ত থেকে সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়েছে। যদি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায়, তাহলে জনগণের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য জরুরি অবস্থা ঘোষণা করবো।’
এর আগে, দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, মাদুরো ইতিমধ্যে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যা তাকে বিশেষ ক্ষমতা প্রদান করে। এর মাধ্যমে তিনি দেশের পুরো সেনাবাহিনী মোতায়েন করতে পারবেন এবং সামরিক বাহিনীকে জনসেবা খাত ও তেলশিল্প নিয়ন্ত্রণের অধিকার দেয়া হবে। ডিক্রির মেয়াদ হবে ৯০ দিন, যা প্রয়োজন অনুযায়ী আরও ৯০ দিন বাড়ানো সম্ভব।
সূত্র: সিএনএন নিউজ।
/এআই